আজিজুল হক বিপুল, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার মনিটরিংয়ে গিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাস্থান হাটের অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিনি ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবগঞ্জের হাট বাজারসমূহে যারা মূল্য তালিকা না টাঙ্গিয়ে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।