বাজিতপুরে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকা ক্ষতি

বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ২৭ মার্চ গভীর রাতে উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল রহমানের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়াল ঘরসহ ঘরে থাকা দু’টি গরু দগ্ধ হয়ে মারা যায়। এসময় অন্তত কয়েকজন আহতও হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে সম্ভবত মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে গেলে চিৎকার শুনে এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়াল ঘরের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

গত ৩/৪ দিন আগে গ্রামের স্থানীয় একটি সমিতি থেকে টাকা উত্তোলন করে ও নিজের একটি গরু বিক্রি করে প্রায় ৬১ হাজার টাকায় একটি গাভী ক্রয় করেন। গাভীর দুধ বিক্রি করে আব্দুল রহমানের সংসার চলত। অগ্নিকাণ্ডের ফলে শেষ সম্বল হারিয়ে তিনি এখন দিশেহারা।

Similar Posts

error: Content is protected !!