নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিক ডাক্তার মিহির রঞ্জন পাল গত রাত ১২টায় (২১ মে, সোমবার দিবাগত রাত) পরলোকগমন করেছেন। তিনি অসুস্থ হয়ে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিক ১৯৬৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৪৯ বছর একই ইউনিয়নের দলীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে কিশোরগন্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিকলীর তরুণ সংগঠক ও উদীয়মান রাজনীতিক এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, “গত মার্চ মাসে আমি গুরই সফরে গেলে তিনি ‘রাজনীতিতে ভালো ও যোগ্য মানুষের’ খুবই অভাবের কথা জানান। আমাকে বাবার মতো সৎ ও নিষ্ঠার সাথে রাজনীতি করার পরামর্শ দিন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।