আমাদের নিকলী ডেস্ক ।।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো তিন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২ জন নারী।
জানা গেছে, বরিশাল সদরের বাসিন্দা মো. আবদুল মালেক সরদার (৭৪) সোমবার মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএম ০৮৭২৮৫১ ও পিলগ্রিম নম্বর ১২৭৭০১০। একই দিন কুমিল্লা হোমনার বাসিন্দা নুরুল ইসলাম (৮৫) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএফ ০০৬৯৪৫৮ ও পিলগ্রিম নম্বর ১১৯২০৩৯।
বাংলাদেশি আরেক হজযাত্রী দিনাজপুর সদরের বাসিন্দা আজিজার রহমান মারা যান এদিনই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন ০০৩৭০৩৮ ও পিলগ্রিম নম্বর ০০০৭০২৯।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে সোমবার ২৮ আগস্ট। এ বছর পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সূত্র : সৌদিতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু [জাগো নিউজ, ২৯ আগস্ট ২০১৭]