সংবাদদাতা ।।
নিকলীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম বৃষ্টি (৪)। সে নিকলী সদর ইউনিয়নের পূর্ব মোহরকোনার শহিদুলের মেয়ে। জানা যায়, ১৮ই মার্চ সকালে সে বাড়ির পাশে বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।