আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া বাক্কার মিয়া (২৫) ও শাহিন মিয়া (২৬) নামে আরো দুই ইটভাটা শ্রমিক গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে ২০১৮) সকালে উপজেলার সরিষাপুর গ্রামে সাইফুল হক ইকবালের ইট ভাটায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এছাড়া বাক্কার মিয়া ও শাহিন মিয়া গুরুতর আহত হয়। তাদের দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আল আমিনের বাড়ি শরিয়তপুর জেলার গুসাইহাট উপজেলার চরবড়ই গ্রামে।
সূত্র : বাজিতপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই [কিশোরগঞ্জ নিউজ, ৩১ মে ২০১৮]