শেখ মোবারক হোসাইন সাদী, নিজস্ব প্রতিনিধি ।।
চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনের পাশে গত সোমবার (২৭ আগস্ট ২০১৮) রনি নামের ১০ বছরের একটি শিশু ট্রেনে কাটা পড়ে ৬ দিন চিকিৎসাধীন গতকাল (১ সেপ্টেম্বর ২০১৮) হাসপাতালে মারা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের লৌগা এলাকায়।
জানা যায়, গত সোমবার ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে বাজিতপুরের লৌগা এলাকার রনি নামের ১০ বছরের এক শিশু। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৬ দিন চিকিৎসাধীন থেকে গতকাল ১ সেপ্টেম্বর রাতে সোয়া ১১টায় সে মারা গেছে।
প্রতক্ষদর্শীর বর্ণণা মতে, নেহায়েত খেলাছলে ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে ছেলেটি ট্রেনে কাটা পড়েছে। এক্ষেত্রে সকলের সতর্ক থাকা উচিত।
নিহত রনির বাবার নাম মোঃ গেদু। পেশায় রিকশাচালক। জীবিকা সূত্রে তারা সপরিবারে চট্টগ্রামে পাহারতলী দক্ষিণ কাট্টলী, শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। রনির বাবা বলেন, “আমার ছেলের মতো পরিণতি কারোর যেন না হয় এ দোয়া করি। অন্যান্য অভিভাবকদের প্রতি অনুরোধ, সবাই নিজ নিজ সন্তানদের দেখে রাখেন।”

দুর্ঘটনার স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, “কাজের সন্ধানে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন চট্টগ্রামে আসেন। কেউ পরিবার-পরিজনসহ বসবাস করেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, কিশোরগঞ্জের লোকজন তুলনামূলক নিজেদের সন্তানদের প্রতি উদাসীন। স্কুলে পাঠায় না, পড়াশোনার ব্যাপারে অনাগ্রহী। এসব কারণে এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা বেশি ঘটে থাকে।”
দুর্ঘটনার পর তার চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী সাহায্যের হাত বাড়িয়েছিলেন। রনির মৃত্যুর খবর শুনে তিনি গভীর শোক জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।