ইতালি সরকারের “বীর” খেতাব পাওয়া বাংলাদেশির মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

ইতালিতে সবুজ খলিফা (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। তিনি দুই বছর আগে তেভেরে নদীতে ঝাঁপিয়ে পড়া এক মহিলার জীবন বাঁচিয়েছিলেন। তখন এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ইতালি সরকার তাকে “বীর” খেতাবে ভূষিত করেন। তার সাহসী ভূমিকায় ইতালিতে বাংলাদেশের ভাবমূর্তি বেড়ে যায়।

সেই সময় সবুজ খলিফা ইতালিতে অবৈধভাবে বসবাস করছিলেন। ওই ঘটনার পর ইতালি সরকার মানবিক দিক বিবেচনা করে তাকে এক বছরের জন্য মানবিক স্টে পারমিট দেন।

জানা গেছে, সবুজ খলিফা সেখানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০১৮) ফাতে বেনে ফ্রাতেল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিলংকর গ্রামে।

এদিকে সবুজ খলিফার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : জাগো নিউজ ২৫ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!