গোকুল রংধনু আইডিয়াল স্কুলে পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও মা সমাবেশ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের গোকুল রংধনু আইডিয়াল স্কুলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০১০) সকাল ১১টায় এসএসসি ২০১৯ পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে স্কুল পরিচালক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক রবিউল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন গোকুল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী রেজা তোতন।

বিশেষ অতিথি ছিলেন গোকুল ইউপির মহিলা সদস্য হাজেরা বেগম, ইউপি সদস্য সাজেদুর ইসলাম সুজন, মাস্টার দুলাল।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম লাকী, নিলুফা ইয়াসমিন, তরুন কুমার, সুমি আক্তার, নিশি, রিমা আক্তার, সেলিনা আক্তার, মিনহাজুল ইসলাম, শম্পা আক্তার প্রমুখ।

সকল নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের স্কুল পরিচালক তোফাজ্জল হোসেন গুরুত্বপূর্ণ বিদায়ী বক্তব্যে তাদের গঠনমূলক উপদেশ দেন।

Similar Posts

error: Content is protected !!