সংবাদদাতা ।।
নিকলীতে একটি অত্যাধুনিক সুইমিংপুল নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করা হয়েছে। বুধবার ১০ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল মোহাম্মদ সকাল সাড়ে বারটার সময় উপজেলা পরিষদের পুকুর ও দোয়ার হাটির (আড়া) পুকুরটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, নিকলী জি,সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, ভাটিবাংলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক কারার দিদারুল মনির তোফায়েল, কোচ আবদুল জলিল, নিকলী সুইমিং ক্লাবের সভাপতি আবুল হাশিম। যুগ্ম সচিব নিকলীতে আসার পর উপজেলার ২টি সুইমিং ক্লাবের প্রায় তিনশত কৃতি সাঁতারু ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন যুগ্ম ক্রীড়া সচিবকে। জানা গেছে নিকলীতে একটি অত্যাধুনিক সুইমিংপুল নির্মাণের জন্য পরিদর্শন শেষে যুগ্ম সচিব মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।