বাজিতপুরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, আহত ৬

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সবরিকান্দা চড়ে ড্রেজারে বালু তোলাকে কেন্দ্র করে দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আমিন মো: ফারুক গং ও উপজেলা যুবলীগের সদস্য আনিছুর রহমান গংদের মাঝে তুমুল সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, তাইজুদ্দিন (৪৫), হেলাল উদ্দিন (৪০), কবির উদ্দিন (৩৮), সুহেল দাস (৩৫)। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (২৮ আগস্ট ২০১৯) সকাল সাড়ে ১১টার দিকে পাটুলী ঘাটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে পাটুলী ঘাটে চেয়ারম্যানের গ্রুপের তাইজ উদ্দিন, হেলাল উদ্দিন, কবির উদ্দিনসহ ১০-১২ জন সবরিকান্দা চড় থেকে ট্রলার নিয়ে আসার পথে আনিছুর রহমান গ্রুপের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।

উপজেলা যুবলীগের সদস্য আনিছুর রহমান দাবি করেন, তার দু’টি ড্রেজার চেয়ারম্যান পক্ষের লোকজন ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। তখন তার লোকজনের নিকট থেকে নগদ টাকা ও তার লোকজনকে মারধর করেছে বলেও তিনি দাবি করেন।

অপরপক্ষ দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আমিন মোঃ ফারুক জানান, তার লোকজন এই ঘটনার সাথে জড়িত নয়। তবে বুধবার বিকেলের দিকে পুলিশ এলাকাবাসীকে দিয়ে পাটুলী ঘাট এলাকা থেকে সেভেন পয়েন্ট সিক্সটি টু একটি অস্ত্র ও পানি থেকে বুলেট উদ্ধার করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পাটুলী ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Similar Posts

error: Content is protected !!