ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষ্যে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের খাস কামরায় ২৫ নভেম্বর দুপুর ১২ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অমলচন্দ্র ঘোষ, মুকুল হোসেন, খোরশেদা আক্তার খুশি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বর মাসে বিজ্ঞান মেলা উদযাপনের সিদ্ধান্ত হয় এবং সংশ্লিষ্ট সকল বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।