মেয়েকে মারপিটের অভিযোগে মহাস্থান প্রেস ক্লাবে মায়ের সংবাদ সম্মেলন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

রোববার (১৪ নভেম্বর) বিকালে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান প্রেস ক্লাবে দুই মেয়েকে মারপিটের ঘটনায় প্রতিপক্ষের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন বগুড়া সদরের নামুজা মথুরা গ্রামের মোছাঃ ফায়েমা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া সদরের মথুরা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী ফায়েমা বেগম বলেন, একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী গোলেসা, ছেলে ওয়ারেস কুরুনী, আসিপ, গোলজান আলীর স্ত্রী আজিরুন বেগম, গত ১২ নভেম্বর ২০২১ দুপুরে আমার বাড়িতে আসিয়া আমার মেয়ে সুলতানা খাতুনকে (১৭) পূর্বশত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাছের ডাল দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। তাকে উদ্ধার করতে এসে আমার ছোট মেয়ে শুকতারা (১২) বোনকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। আমার দুই মেয়ের ডাক চিৎকারে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। আমি এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

তিনি সংবাদ সম্মেলনে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের প্রতি আবেদন জানান।

Similar Posts

error: Content is protected !!