নিকলীতে গাঁজা বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

gaza madok arrest

আমাদের নিকলী ডেস্ক ।।
মাদকদ্রব্য বিক্রির দায়ে ২৭ জুন সোমবার নিকলীতে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা গ্রামের আনিস মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন।

নিকলী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মুঈদ চৌধুরী বলেন, সোমবার দুপুরে কুর্শার পুকুর পাড়ে মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আনিস মিয়া নামে একজনকে গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। এরপর বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে শাস্তি দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম ঘটনা সঠিক বলে নিশ্চিত করেছেন।

সূত্র : প্রথম আলো

Similar Posts

error: Content is protected !!