কটিয়াদীতে জলাতঙ্ক নির্মূলে এডভোকেসি সভা

dog tika

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কুকুর নিধন নয়, কুকুরকে টিকার (এমডিভি) মাধ্যমে ২০২০ সালের মধ্যে জাতীয় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

মূল বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি কনসালটেন্ট ডা: ইখতিয়ার দেওয়ান মুকুল।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নিখিল চন্দ্র দেবনাথ, মসুয়া ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী। সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলার একটি পৌর ও ৯টি ইউনিয়নের প্রায় ৪ হাজার কুকুর বিড়ালকে ভেকসিনেশনের আওতায় আনা হবে।

এ কর্মসূচীর আওতায় কুকুর বিড়ালকে বছরে ১টি করে পর্যায়ক্রমে ৩টি টিকা দেয়া সম্পন্ন হলে কটিয়াদীকে জলাতঙ্ক মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হবে।

Similar Posts

error: Content is protected !!