বাজিতপুরে আন্তঃস্কুল প্রতিযোগিতার ফাইনালে শিবনাথ

shibnath school football

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৪৫তম জাতীয় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারের অন্যতম বিদ্যাপীঠ ৯৯ বছরের গৌরবগাঁথা সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়। ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পশ্চিমাঞ্চল ভেন্যু ঐতিহাসিক সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার পশ্চিমাঞ্চলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে স্বাগতিক সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয় ও হিলচিয়া উচ্চ বিদ্যালয়।
shibnath school football
উপজেলার পশ্চিমাঞ্চল ব্যুরোর ফাইনালের নির্ধারিত সময়ে দুই দল কোন গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হিলচিয়া উচ্চ বিদ্যালয়কে ৩-১ এ পরাজিত করে সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয়। সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের হয়ে ট্রাইব্রেকার শটে গোল করে সঞ্জয়, রায়হান ও সাইফুল। অন্যদিকে হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের হয়ে একমাত্র ট্রাইব্রেকার শটে গোল করে শিপন।

পিরিজপুর উচ্চ বিদ্যালয় ও ডুয়াইগাঁও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পশ্চিমাঞ্চল ব্যুরোর ফাইনালে হিলচিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দুর্দান্ত সরারচর বহুমূখি উচ্চ বিদ্যালয় উপজেলা আন্তঃস্কুল প্রতিযোগিতায় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

আগামী ২১ আগস্ট জেলা পর্যায়ের টিকেটের জন্য উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মুখোমুখি হবে সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয় ও পৌরশহরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। আন্তঃস্কুল প্রতিযোগিতার ফাইনালে আসার পথে আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পরাজিত করেছে দিলালপুর উচ্চ বিদ্যালয়, বাহেরবালি উচ্চ বিদ্যালয় ও বাজিতপুর হাফেজ আব্দুল রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়কে।

এদিকে চারবার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয় আন্তঃস্কুল প্রতিযোগিতার ফাইনালে উঠলেও জেলা পর্যায়ে খেলতে পারেনি। তাই দুর্দান্ত নতুন দলের নতুন তারকাদের নিয়ে এ গণ্ডি পেরোনোর আশাবাদ কোচের। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য শিবনাথ পরিবারের সকলের চোখ এখন একুশে আগস্টের দিকে।

Similar Posts

error: Content is protected !!