নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়নের আলহাজ আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ সেপ্টেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো: আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুরুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক মিলন, সমাজ কর্মী লুৎফুর রহমান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপন্থিত ছিলেন।