গুণধর ইউনিয়ন সুডেন্টস অর্গানাইজেশনের রক্তের গ্রুপ পরীক্ষা

gundar students org

নিজস্ব প্রতিবেদক ।।

গুণধর ইউনিয়ন সুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে উরদিঘী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।

“রক্ত দিন, জীবন বাঁচাতে সহায়তা করুন” এই স্লোগানকে সামনে রেখেই গুণধর ইউনিয়ন সুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে ১২ নভেম্বর শনিবার উরদিঘী দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করা হয়।

gundar students org

অনুষ্ঠান উদ্বোধন করেন ডাঃ মোঃ আতাউর রহমান খোকন। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মাখন, গুণধর ইউনিয়নের চেয়্যারম্যান নাজমুস সাকিব নুরু সিকদার।

অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় গুণধর ইউনিয়ন সুডেন্টস অর্গানাইজেশন এবং সাধারণ জনগণকে রক্ত প্রদানে উৎসাহ প্রদান করেন। সেই সাথে সবাইকে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

গুণধর ইউনিয়ন সুডেন্টস অর্গানাইজেশন যেন জনমানুষের সেবায় সব সময় এগিয়ে আসতে পারে সেটাই তাদের লক্ষ্য।

Similar Posts

error: Content is protected !!