মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে প্রতিবন্ধী প্রেমিক-প্রেমিকার বিয়ে দেয়া হয়েছে। ২৪ ডিসেম্বর সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বাধীনের হস্তক্ষেপে ইউনিয়নের কুকরারাই গ্রামের প্রতিবন্ধী ছেলে মো. হুমায়ুন (৩৪) ও একই গ্রামের প্রতিবন্ধী মেয়ে মোছা. সুফিয়ার (২৯) বিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী হুমায়ুন ও প্রতিবন্ধী সুফিয়ার মধ্যে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি জানতে পেরে ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বাধীন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কয়েকশ লোকের উপস্থিতিতে ৫০ হাজার টাকা দেনমোহরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন।
পরে কৈলাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরিয়ত আলী মিষ্টু ও সাধারণ সম্পাদক কায়ছার এ হাবিবসহ উপস্থিত কয়েকশ মানুষকে মিষ্টিমুখ করানো হয়।