নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের নগর গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামছুল হক রতন শুক্রবার ৩ মার্চ ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
জানা যায়, তিনি ঘুমের ভেতরে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। শামছুল হক রতন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর নিকলী নতুন বাজারে মেশিনারিজ পার্টসের ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে মোমেনশাহী সেনানিবাস থেকে আগত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহির-এর নেতৃত্বে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল সশস্ত্র সালাম প্রদান করে। পরে তারা মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।