কিশোরগঞ্জ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জে নরসুন্দা লেকসিটি নির্মাণকাজের নিম্নমান ও দুর্নীতির প্রতিবাদে স্টুডেন্ট এসোসিয়েশন ও জাগ্রত জনতা নামে দুটি সংগঠন মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবরে স্মরকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, সরকার ১১০ কোটি টাকা বরাদ্দ দিলেও ব্যাপক লুটপাট হয়েছে। এ নিয়ে সরকার একটি তদন্ত কমিটি করলেও এর রিপোর্ট এখনো প্রকাশ হয়নি।
শহরের পাগলা মসজিদ থেকে বটতলা পর্যন্ত নরসুন্দার দুই পাড়ের ওয়াকওয়ের কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তা ও লেকের পাড়ের রাস্তায় ফাটল ধরেছে। দৃষ্টিনন্দন সেতু করার কথা থাকলেও সেগুলি দৃষ্টিনন্দন করা হয়নি।
এসব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানানো হয়। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী, ছাত্রনেতা পল্লব সরকার, জেডএন কাইয়ুম, ওবায়দুল্লাহ খান, সালেহ আহমেদ রুবেল, নাজমুল, মনিরুজ্জামান, শাওন আহমেদ নিলয়, মাহফুজ তপু, সাইদুজ্জামান, আশিক ইমরান, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম, শাওন আহমেদ, সাজু ইসলাম প্রমুখ।