হাওরের পানি নিয়ে একটি বিকল্প ভাবনা…

অনুপম মাহমুদ ।।

আমি পানি বা পরিবেশ বিশেষজ্ঞ নই, তবে একটা ভাবনা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বিগত কয়েক বছর। আমরা জানি গত কয়েক বছরের আগাম বন্যা বা উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল। এবার গিয়েছে হাওরের প্রাকৃতিক মৎস্য সম্পদ। পানি হাওরে আগেও আসতো তবে সেটা একটু দেরি করে। এখন আগেই চলে আসছে।

কেউ কেউ বলছেন এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। আবার একই কারনে বাংলাদেশের উত্তরবঙ্গে বাড়ছে খড়া, শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট দেখা দিচ্ছে। আর এই কারনে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এর কারণ আমরা জানি, আন্তর্জাতিক নদীসমূহের (গঙ্গা, তিস্তা ইত্যাদি) উজান অংশে ভারত ও চীন বাঁধ, ব্যারেজ ও ড্যাম তৈরি করে পানি আটকে রাখছে নিজেদের প্রয়োজনে।

আবার এটাও শুনতে পাই আমাদের ভূগর্ভের পানি দিনে দিনে নিচে নেমে যাচ্ছে। আমরা বেশী করে পানি উত্তোলন করছি মাটির নিচ থেকে, উন্নত বিশ্বে যা করা হয়না। এখানে পানির ঘাটতি বা কমে যাওয়াটা স্পষ্ট। তাই উপরিভাগের মিষ্টি পানি বিশেষ করে হাওর এর পানি এই ক্ষেত্রে আমাদের কাজে আসতেও পারে বলে আমি মনে করি।

এখন কথা হলো বছরের পর বছর হাওরের আগাম বন্যা ও উত্তরবঙ্গে পানির জন্য হাহাকারে আমরা কি ক্ষতিগ্রস্ত হতেই থাকবো কি না? হাওরের আগাম পানি কোন না কোন ভাবে চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই বিপুল জলরাশি যদি আমরা সমুদ্রে উপনিত হওয়ার আগে কোথাও ধরে রাখতে পারি বা Divert করতে পারি তাহলে শুষ্ক মৌসুমে দেশের উত্তরাঞ্চলে পাঠিয়ে ঘাটতি পূরণ করা যায় কি না?

এই ভাবনার একটা ক্ষতিকারক প্রভাব বা প্রকৃতির উপর একটা চাপ আসতে পারে। প্রকৃতির গতিপথ পরিবর্তন বা বাধাগ্রস্ত হলে কি প্রভাব পড়তে পারে বা সেগুলো কিভাবে Mitigation করা যায়, সেটাও ভাবতে হবে।

হাওর বা উত্তরাঞ্চল, গোটা দেশটাই তো আমাদের, আমরা এই দুই অঞ্চলের (পানির প্রাপ্যতা বা ব্যবহার) ভারসাম্য আনয়ন করে দেশটাকেই বাঁচাতে পারি কি না বিশেষজ্ঞ মহোদয় বৃন্দ একটু ভাববেন কি?

লেখক : উন্নয়ন ও অধিকার কর্মী

Similar Posts

error: Content is protected !!