সংবাদদাতা ।।
২০দলীয় জোটের ডাকা চলমান অবরোধ, হরতাল, সহিংসতার প্রতিবাদে শুক্রবার বিকাল ৩টায় নিকলী উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিকলী উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে বের হয়ে নতুনবাজার, কলেজ রোড, পুরান বাজার প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূইয়া, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থক মিছিলে অংশ গ্রহণ করেন।