সংবাদদাতা ।।
গতকাল শনিবার (৬ জুন) নিকলী থানার পুলিশ এক অভিযান চালিয়ে তায়েব উদ্দিন পাহাড়ী (৫০) নামে এক নরসুন্দরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর ফকিরবাড়ির মৃত সুন্দর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পাহাড়ী দামপাড়া ইউনিয়ন পরিষদের সামনে দীর্ঘদিন যাবৎ নরসুন্দরের কাজ করে আসছে। নরসুন্দর পেশার আড়ালে মাদকের ব্যবসা করছে বলে খবর পেয়ে থানার এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ৪ পিস ইয়াবাসহ আটক করে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিনের দামপাড়া বাজারের নরসুন্দর পাহাড়ী সুনামের সাথে কাজ করে আসছে। মাদকের সাথে তার সম্পৃক্ততার কথা এলাকাবাসীর জানা নেই। গ্রামপুলিশ তমিজ ও হাসিমের সাথে পূর্বশত্র“তার জের ধরে গ্রামপুলিশরাই তাকে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। এব্যাপারে পাহাড়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।