সংবাদদাতা ।।
সোমবার (২২ জুন ২০১৫) দুপুরে নিকলী উপজেলা খাদ্য গোদামের পশ্চিম পাশে ইয়াবা সম্রাট নজরুলের ফিসারিতে ভাসমান এক অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে ওসি একে,এম মাহবুব আলম ও এস,আই আবুল কালাম বিকৃত চেহারার অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। লাশের পা লুঙ্গি দিয়ে বাধা ও উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।