কিশোরগঞ্জে জটিল রোগীদের আর্থিক অনুদান প্রদান


বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ) ।।

কিশোরগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৭ রোগীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সমাজসেবার উপ-পরিচালক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে রোগী ও তাদের স্বজনদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা প্রেস কাবের সভাপতি মোস্তফা কামাল এবং রোগীদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জব্বার প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!