মানবতাবিরোধী অপরাধে মোসলেম প্রধান গ্রেফতার

সংবাদদাতা ৤৤

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত আসামী কিশোরগন্জ জেলার নিকলী উপজেলার মোঃ মোসলেম প্রধান (৬৬)কে সোমবার ৬ই জুলাই মধ্যরাতে তার নিজ বাড়ি উপজেলা সদর কামারহাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ৤

মুসলেম প্রধান
মুসলেম প্রধান

মোসলেম প্রধান মুক্তিযুদ্ধ সময়কালীন নিকলী থানার রাজাকার কমান্ডার সৈয়দ হোসাইনের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামী৤ আই সিটি ট্রাইবুনাল -২এর কাছে প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ আসামীদের গ্রফতারের আবেদন জানালে ট্রাইবুনাল এ আবেদন আমলে নিয়ে মঙ্গলবার ৭ই জুলাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৤ নিকলী উপজেলার ওসি একে এম মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন৤ তবে সৈয়দ হোসাইন এখনো পলাতক রয়েছেন৤ আসামী মুসলেম প্রধানকে ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলছে৤

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!