আমাদের নিকলী ডেস্ক ।।
অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের কিশোরীরা।
প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মার্জিয়ারা। এর মধ্যে মোছাম্মত সিরাত জাহান ৪টি, মার্জিয়া ৩ এবং শিউলি আজিম একটি গোল করেন।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বাংলাদেশের কিশোরীরা আরও দ্বিগুণভাবে জ্বলে ওঠে। শেষার্ধে আরও নয়টি গোল করেন লাল-সবুজের জার্সিধারীরা। পুরো ম্যাচে ২৫ বার গোলবার বরাবর শট নেয় বাংলাদেশের ফুটবলাররা, এর মধ্যে ১৭টিকেই তারা গোলে পরিণত করেন।
রোববার (৩০ সেপ্টেম্বর ২০১৮) ভুটানের মাটিতে মারিয়া-আঁখিরা এবার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জয়ের মিশনে মাঠে নেমেছেন। এবারও লাল-সবুজ দলের গ্রুপসঙ্গী নেপাল ও পাকিস্তান। তাই রোববার (৩০ সেপ্টেম্বর ২০১৮) পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে “আমাদের নিকলী ডটকম” পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সূত্র : বাংলা নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০১৮