লাখাই থানা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সমাবেশ

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনার অংশ হিসাবে লাখাই উপজেলায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং ছেলেধরা গুজব প্রতিহত ও প্রতিরোধে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও সাধারণ জনগণের অংশগ্রহণে খোলামাঠে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং ছেলেধরা গুজব প্রতিহত ও প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ করছে লাখাই থানা প্রশাসন।

এরই অংশ হিসাবে সোমবার লাখাই উপজেলা বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করেন লাখাই থানার ওসি এমরান হোসেন।

অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, ছেলেধরা বিষয়টি সম্পূর্ণরূপে একটি গুজব। এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গনপিটুনী দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। ছেলেধরা গুজব থেকে বিরত থাকুন অন্যকে সচেতন করে তুলুন।

সন্দেহজনক কোনো ব্যক্তি দেখতে পেলে সাথে সাথে প্রশাসন ও নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

Similar Posts

error: Content is protected !!