জি আর শিপন, মহাস্থান প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থানগড়ের দীঘলকান্দী মোড়ে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন ৫ জন। আহত হয়েছেন ৫০ জন। আহত ও নিহতরা দূরের যাত্রী হওয়ায় তাৎক্ষণিক তাদের কোনো পরিচয় জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শী নুরনবী নামে একজন জানান, মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর সোয়া ১২টায় তিনি দুর্ঘটনার পার্শে তার জমির ক্ষেতের কাজ করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শাওন মোটর্স (ঢাকা-মেট্রো ব-১১-৬৩৯৩) নামের একটি যাত্রীবাহী বাস চন্দিহারা অতিক্রম করার সময় বগুড়া থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে বাসটির পিছনের অংশে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে প্রায় এক’শ গজ পর্যন্ত ছেঁছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন ও পরে হাসপাতালে আরো ২ জন বাসযাত্রী নিহত হন। ৫০ জন আহত হন। ঘাতক ট্রাকটি মুহূর্তেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানায়, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন বগুড়া শিবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, সারিয়াকান্দি ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জান, শিবগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা আমিনুর ইসলাম, শিবগঞ্জ থানা ইনচার্জ (ওসি) আহসান হাবিব, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটি বেগম, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ (রিজু)সহ অসংখ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারকর্মী ও স্থানীয়রা মহাসড়ক থেকে সরাতে অন্য একটি ট্রাকের সাহায্য নেয়া হয়। প্রায় দেড় ঘন্টা পর বগুড়া-রংপুর মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মাঝে মাঝেই উল্লেখ্য স্থানে এরকম ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন। গত কয়েক বছর আগে ওই একই স্থানে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ১০/১২ জন যাত্রীর প্রাণহানি ঘটেছিল। এছাড়াও প্রতিনিয়তই ওই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে বলে তারা আরো জানান। এলাকাবাসীর এ ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে দীঘলকান্দী মাঝিপাড়া নামক সড়ক দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ ওই স্থানে দু’টি হাই রেলিং এর দাবি জানিয়েছেন।