কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কটিয়াদী উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ছাত্রছাত্রীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। প্রতিটি কাসে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে একজন করে ৫জন এবং অতিরিক্ত ২জন প্রতিনিধি নিয়ে মোট ৭জন প্রতিনিধি নির্বাচন করা হয়। এক বছর পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান পরিচর্যা, অভ্যর্থনা ও অতিথি আপ্যায়নসহ বিদ্যালয়ের উন্নয়নে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিবেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম কিবরিয়া বলেন, এই নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদের গণতন্ত্র চর্চার ভীত রচিত হয়েছে।