নওগাঁ-২ আসনের এমপিকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন ধামইরহাট উপজেলার বীরগ্রামের সন্তান শহীদুজ্জামান সরকার। বর্তমান ১০ম সংসদের তিনি হুইপের দায়িত্ব পালন করছেন।

একাদশ সংসদে নওগাঁ-২ আসনের সুধীমহল, নেতাকর্মী ও সাধারণ ভোটাররা হুইপ শহীদুজ্জামান সরকারকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান। বিজয়ী হবার পরদিন থেকে নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, নওগাঁ-২ আসনের ভোটারদের প্রাণের দাবি একটি মন্ত্রী, আমরা ধামইরহাট-পত্নীতলাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নওগাঁ-২ আসনে হুইপ শহীদুজ্জামানকে একজন মন্ত্রী হিসেবে দেখতে চাই।

এদিকে বিজয়ী সাংসদ ও হুইপ শহীদুজ্জামান নেতাকর্মীদের অতিউৎসাহী হয়ে আনন্দ-উল্লাসে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে দূরে থাকতে সকল পর্যায়ের লোকজন ও সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!