ধামইরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় অনলাইন লেনদেন, আরটিজিএস, ডিপোজিট, বিএফটিএন, রেমিট্যান্স, বিনিয়োগ প্রদানসহ নানামুখী সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌছে দিতে ১২ সেপ্টেম্বর আমাইতাড়া বাজারে এই উপ-শাখার উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের জোনাল হেড মো. মোস্তাফিজুর রহমান।

মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক (এফও.ভি.পি) মো. সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে ও উপ-শাখার ইনচার্জ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, আমাইতাড়া বণিক সমিতির সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন, হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!