তনু হত্যা নিয়ে এক সেনা কর্মকর্তার মেয়ের স্ট্যাটাস

আমাদের নিকলী ডেস্ক ।।

আলোচিত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে দেশ উত্তাল। সেনানিবাসের ভেতরে এমন একটি ঘটনা! কেউই মেনে নিতে পারছেন না। এমনকি আর্মি অফিসারের পরিবাররাও না।

সম্প্রতি এ ঘটনার বিচার দাবিতে উত্তাল সারা বাংলাদেশ। নিন্দা আর প্রতিবাদ চলছে ফেসবুক জুড়ে। যে যার মতো করে এ ঘটনায় নিন্দা জানাচ্ছেন। এ ঘটনায় বসে থাকেনি এক আর্মি অফিসারের মেয়ে সীমানা রহমান অঞ্চলও। তিনি তার ফেসবুক ওয়ালে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

status_army_daughter

সীমানা রহমান অঞ্চল লিখেছেন, ‘আমি একজন সম্মানিত আর্মি অফিসারের মেয়ে। জীবনের পুরাটা সময় বিভিন্ন ক্যান্টনমেন্টেই কাটসে। এখনও আর্মির সবচেয়ে নিরাপদ এলাকাতেই বসবাস আমার। আর্মি অফিসারের মেয়ে বলেই হয়তো এতোটা নিরাপদ ছিলাম। কিন্তু যদি বাবা বা ভাই আর্মি অফিসার না হয়, সেক্ষেত্রে একটা মেয়ের ক্যান্টনমেন্টে থাকাটা কতটা নিরাপদ তা নিয়ে আশংকা অনেক।

Army Daughter ক্যান্টনমেন্ট এ বাইরের মানুষের ঢুকতে পরিচয় ও সাথে যৌক্তিক কারণ দেওয়া লাগে। এতে মানুষ বিরক্তও হয়। কিন্তু এগুলো নিরাপত্তার জন্যই করা হয়। সেখানে বাইরের থেকে কেউ এসে ক্যান্টনমেন্টের ভিতরে কোন মেয়েকে রেপ করে হত্যা করার মত অসাধ্য সাধন করা কারো পক্ষেই সম্ভব না।

মানুষ তো এত বোকা না। সবাই বুঝতেসে এটা ভিতরের কারোরই কাজ। ফুল প্ল্যানিং-এর মাধ্যমে করা এই হত্যা একটা পরিবারকে ধ্বংস করে দিল। আর যদি এটা কোন সিভিলিয়ান করে তাইলে কোথায় ক্যান্টনমেন্টের নিরাপত্তা?

হ্যাঁ এই রেপ-হত্যা আমাদের দেশে এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। প্রতিদিনই শুনতে হয়। কিন্তু যদি তা আর্মির এলাকায় হয়ে থাকে তাইলে আর্মির কীসের এতো অহংকার? একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, তাইলে কী নিয়ে এতো গর্ব?

সোহাগী জাহান তনু যদি কোন অফিসারের মেয়ে হয়ে থাকতো তাইলে এতোক্ষণে ওর অপরাধীদের বের করে তিনবার ফাঁসিতে ঝুলানো হয়ে যেতো। দোষ তার বাবার ৪র্থ শ্রেণীর কর্মকর্তা হওয়ার। দোষ তাদের ভাগ্যের।

(ফেসবুক থেকে সংগৃহীত)’

Similar Posts

error: Content is protected !!