ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে বই লিখলেন ইমরান হাশমি

লেখক পরিচয় যুক্ত হলো বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে। তার লেখা প্রথম গ্রন্থ ‘দ্য কিস অব লাইফ-হাউ অ্যা সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার’-এর উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর মোড়ক আগেই প্রকাশ হয়েছিলো।
kejriwal-emraan-hashmi
ইমরানের পুত্র চার বছর বয়সী আয়ানের কিডনিতে ক্যান্সার ও তা থেকে উতরে ওঠা পর্যন্ত পরিবারের উৎকণ্ঠা ও লড়াই নিয়ে বইটি লেখা। বলিউডের এই অভিনেতাকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেছেন, ‘আয়ান তোমার চেয়ে বড় সুপারস্টার!’

ক্যান্সার ধরা পড়ার পর কানাডায় সাত মাস চিকিৎসাধীন ছিলো আয়ান। এটা শুধু যন্ত্রণাদায়কই ছিলো না, সঙ্গে ব্যয়বহুল। বইটিতে ইমরানের সহ-লেখক হিসেবে ছিলেন ২১ বছর বয়সী বিলাল সিদ্দিকী। এটি বাজারে এনেছে পেঙ্গুইন।

emran_hashmi_&son

Similar Posts

error: Content is protected !!