আমাদের নিকলী ডেস্ক ।।
রবি’র ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাকহরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস অনুমোদিত এয়ার অ্যালায়েন্স লিমিটেডের সেবায় বিশেষ ছাড় পাবেন।
এ ব্যাপারে সম্প্রতি রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও এয়ার অ্যালায়েন্সের কাস্টমার সার্ভিসের ডিরেক্টর মিসেস ফাইকা নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার গ্রাহকরা এয়ার এলায়েন্স লিমিটেডের মাধ্যমে কুরিয়ার পাঠানোর সময় ৫০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ছাড়। ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজের অবস্থান জানতে সিএটি (CAT) লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে গ্রাহকদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং এয়ার অ্যালায়েন্সের সিওও (এসপি) সৈকত চক্রবর্ত্তী, অল্টারনেট সেলস’র ম্যানেজার আহসান শামীম, এইচআর ম্যানেজার শামীম আকতার ও মার্কেটিংয়ের ডেপুটি ম্যানেজার মেহরান কামাল উপস্থিত ছিলেন। বাসস