সাংবাদিক শাহনাজ মুন্নীর বাবার ইন্তেকাল

shahnaj munni father

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী ও অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটকম-এর বার্তা সম্পাদক বিপুল হাসানের বাবা সমাজসেবক আলহাজ মোফাজ্জল হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ১৬ জুন দিবাগত রাত ২টায় রাজধানীর শাহজাদপুরের বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পাররিবারিক সূত্রে জানা গেছে, মোফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার অসুস্থতা বেড়ে যায়। গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

shahnaj munni father

শুক্রবার সকাল ৮টায় শাহজাদপুরের বাসা সংলগ্ন জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে বাদজুমআ মরহুমের প্রতিষ্ঠিত জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সমাজসেবক আলহাজ মোফাজ্জল হোসেন-এর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

Similar Posts

error: Content is protected !!