নিজস্ব প্রতিবেদক ।।
“ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ”-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো “ঢাকাস্থ নিকলী সমিতির” সম্মানিত সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন ও অর্থ সম্পাদক আজমল আহসানের। কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে মুশতাক আহমদ লিটন ও আজমল আহসানের মায়ের অসুস্থতার কারণে উনারা কেউ উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের আগেই তারা “ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ”-এর দায়িত্বশীলদের ফোনে অবহিত করেন এবং সংগঠনের সার্বিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা জানান। একই সাথে তারা ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
পরবর্তীতে ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন ও আইন সহায়তা প্রদানকারী সংগঠন ব্লাস্ট-এর আইনজীবী জামিউল হক ফয়সাল ও ডিভাইন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রুহুল কুদ্দুস ভূইয়া (জনি)। অতিথির বক্তব্যে উনারা “ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ”-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে আগত নিকলী উপজেলার বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণ দেখে এর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের আয়োজনের জন্য বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জগন্নাত বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মেহেদি হাসান হিমেল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সদ্য বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ এনায়েত কবির সোয়েব।
এছাড়াও বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, সফিক তাসিক, ফয়সাল আরিয়ান, শাকিল আহমেদ, কাউছার আলম, অনুপম কুমার দাস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উক্ত সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও সার্বিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ আকারে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ইফতার মাহফিলের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মাজহারুল ইসলাম উজ্জল, মুশফিকুর রহমান তুষার, হাসানুজ্জামান পুটন, এনায়েত কবিরসহ সংগঠনের সকল সদস্য।
ইফতারের আগে মুনাজাত পরিচালনা করেন মেধাবী ছাত্র হাসিবুর রহমান অপর। আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।