মিঠামইনে সংঘর্ষে নিহত ১ : আহত ১৫

মিঠামইনে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে। একটি সালিসকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে কেওয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে জসিম মেম্বার ও নিপুন রেজা চৌধুরীর লোকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় নিপুন রেজা চৌধুরীর পক্ষের জিলু মিয়া (৩৬) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হলে মিঠামইন হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান। সংঘর্ষে আরো ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জিলু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে মিঠামইন থানার পুলিশ।

Similar Posts

error: Content is protected !!