নিজস্ব প্রতিবেদক ।।
সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণায় মঙ্গলবার ১৭ জানুয়ারি বিকালে নিকলী যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণকালে নিকলী থানা পুলিশের বাধার সম্মুখীন হয়।
এ সময় উপজেলার নতুন বাজারে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, জাসাস সভাপতি কামরুল হাসান, ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম, সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, জিসাস সভাপতি বাবু রমন সূত্রধর, রফিকুল ইসলাম ইসলাম স্বাধীণ প্রমুখ। সমাবেশ শেষে সন্ধ্যায় উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে দলটির নেতা-কর্মীরা।