মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে এক মুরগি ব্যবসায়ীর দোকানে আগুনের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে উপজেলার হিলচিয়া বাজারের মুরগি ব্যবসায়ী মো. মানিকুজ্জামানের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তার দোকানসহ দোকানের ভেতরে থাকা প্রায় ১৩৫টি মুরগি পুড়ে ছাই হয়ে যায়। কে বা কারা এবং কোথা থেকে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনো স্পট কোনো ধারণা পাওয়া যায়নি।
পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাজিতপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রির্পোটটি লেখার আগ মুহূর্ত পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।