বাজিতপুরে দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

fire

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে এক মুরগি ব্যবসায়ীর দোকানে আগুনের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে উপজেলার হিলচিয়া বাজারের মুরগি ব্যবসায়ী মো. মানিকুজ্জামানের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় তার দোকানসহ দোকানের ভেতরে থাকা প্রায় ১৩৫টি মুরগি পুড়ে ছাই হয়ে যায়। কে বা কারা এবং কোথা থেকে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনো স্পট কোনো ধারণা পাওয়া যায়নি।

পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাজিতপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রির্পোটটি লেখার আগ মুহূর্ত পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

Similar Posts

error: Content is protected !!