মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে চরাঞ্চলের অনেক জমিতে একাধিক ফসল চাষ করছে কৃষকরা। হাওর এলাকার প্রবেশদ্বার বলে সুপরিচিত বাজিতপুরের নিম্নাঞ্চলের সমতল ভূমিতে বোরো ধান চাষ করা হলেও প্রতিবছর চরাঞ্চলের একই জমিতে নানান জাতীয় রবিশস্য আবাদ করছে তারা। আর এতে করে বাত্সরিত একটি ফসলের বিতর থেকে একাধিক ফসল বের করে আনা মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী তারা।
১৫ ও ১৬ই ফেব্রুয়ারি সরেজমিনে উপজেলার সরারচর ইউনিয়ন ঘুরে দেখা যায়, দক্ষিণ সরারচর ও মাছিমপুর গ্রামের কৃষকরা আখ আবাদকৃত জমির বিতরে নানান ফসল চাষ করছেন।আর এতে তারা ভালো ফলনও পাচ্ছে।
এসময় কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, শুরুতেই আমরা আখ চাষের জন্য জমি তৈরি করি। পরে ওই জমিতে প্লট করে ধনিয়া, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, টমেটোসহ অনেক সবজি আবাদ করছি। আখের চারা রোপনের পর সবজি চাষ করি। এক মাসের মধ্যে সবজি বাজারে বিক্রি করা হয়। পরে বাকি সব ফসল মাসাধিক সময়কাল শেষে বাজারজাত করে প্রচুর অর্থ আয় করা যায়। আর সবশেষে অবশিষ্ট থেকে যায় আখ। আখ ক্ষেতের ভেতরে এসব ফসল আবাদ করায় জমির পরিচর্যা ভালো হয়। ফলে আখের ফলনও বেশি হয়। কঠোর পরিশ্রমে একই জমিতে বহু ফসল চাষে তারা প্রতিবছর ব্যাপক লাভবান হচ্ছেন বলে উল্লেখ করেন।