খালিয়াজুরীতে সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা

খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা ।।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারারকান্দি গ্রামের দাসপাড়ায় মঙ্গলবার ৪ এপ্রিল রাতে পাঁচ-ছয়টি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়েছে প্রভাবশালী দুর্বৃত্তরা। এ সময় তারা স্থানীয় কালী মন্দিরেও হামলা চালায়।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে হারারকান্দি ও পাতরা গ্রামের মাঝে অবস্থিত একটি ফসল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে গেলে এলাকার অনেকে স্বেচ্ছাশ্রমে বাঁধটি রক্ষায় এগিয়ে আসেন। আবার পারিবারিক বা ব্যক্তিগত কাজের চাপে অনেকে বাঁধ রক্ষায় আসতে পারেননি।

যারা আসতে পারেননি তাদের ওপর প্রভাবশালীরা ক্ষুব্ধ হন। এরই জের ধরে মঙ্গলবার রাতে নয়ন, সাদেক, ফজলু, ফরিদুলসহ কিছু উশৃঙ্খল ব্যক্তি দাসপাড়ার পাঁচ-ছয়টি হিন্দু বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দাসপাড়ায় অবস্থিত সর্বজনীন কালী মন্দিরেও বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয় লেপশিয়া ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে। তবে ফাঁড়ির ইনচার্জ এসআই বজলুর রহমান হামলার কথা অস্বীকার করে জানান, বাঁধে মাটি কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে কিছুটা গোলযোগ হয়েছে। তবে হামলা হয়নি।

Similar Posts

error: Content is protected !!