অপরিশোধিত পানি বাজারজাতবিরোধী অভিযানে র‌্যাব

আমাদের নিকলী ডেস্ক ।।

রাজধানীর ভাটারা থানা এলাকায় অপরিশোধিত খাবার পানি বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই অভিযানে র‍্যাবকে সহযোগিতা করছে বিএসটিআই।

১৪ ফেব্রুয়ারি, বুধবার সকাল ৯টা থেকে র‍্যাবের এই অভিযান শুরু হয়। এ ব্যাপারে নিশ্চিত করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

গত ৪ ফেব্রুয়ারি খাবার পানি পরিশোধন না করে বাজারজাত করায় রাজধানীর মিরপুর ১ এবং ২ নম্বর এলাকার ছয়টি প্রতিষ্ঠানকে চার লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে র‍্যাব।

এ সময় ছয়জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাব-৪ ও বিএসটিআই-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পাঁচ হাজার ২০০ পানির জার ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠান বন্ধও করে দিয়েছেন তারা।

এর আগে গত ২৮ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে পরিশোধন না করে খাবার পানি বাজারজাত করায় চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও দুই জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই অভিযানেও চার হাজার ৬০০ পানির জার ধ্বংস এবং চার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে র‍্যাব।

সূত্র : অপরিশোধিত পানি বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযানে র‍্যাব  [প্রিয় ডটকম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!