এম. হাবিবুর রহমান।।
প্রতিবন্ধী মোঃ সিদ্দিক (২৬) বাজারে বাজারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর দণিহাটি গ্রামের ভূমিহীন আব্দুর রহমানের ৩ ছেলে ও মেয়ের মধ্যে প্রতিবন্ধী সিদ্দিক সবার ছোট। সে জন্মগত প্রতিবন্ধী বলে জানা গেছে। তার একটি হাত ও দু’টি পা পঙ্গু। হুইল চেয়ারে বসে অন্যের সাহায্যে চলাফেরা করে।
ভূমিহীন বাবা আব্দুর রহমান তার ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় দুই ভাই তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকেন। প্রতিবন্ধী মোঃ সিদ্দিকের খোঁজ-খবর কোনো ভাই রাখেন না। ফলে প্রতিবন্ধী সিদ্দিক অন্যের সাহায্যে হুইল চেয়ারে বসে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে জীবনের ২৬টি বছর কাটিয়ে দিয়েছেন। নিকলী নতুন বাজারে ভিা করার সময় দেখা হয় প্রতিবন্ধী সিদ্দিকের সাথে। তিনি বলেন, সাংবাদিক ভাই অনেকেই আমার ছবি তোলে নিয়েছেন, আমার উপকার হয় এমন একটি সংবাদ ছাপালে আমি আপনার জন্য দোয়া করবো। আামার বড় বোন অজুফা বেগম আমার সাহায্যের জন্য হুইল চেয়ারটি চালিয়ে বিভিন্ন পাড়ায় ও দোকানে নিয়ে যান। যে যেমন পারে আমাকে সাহায্য করে থাকেন। আমি মানুষের সাহায্যের টাকা থেকে আয় করে চলার জন্য এই হুইল চেয়ারটি কিনে আনছি। সরকার ৫ বছর আগে থেকে আমাকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। আমার বাবার একটু বাড়ি ছাড়া অন্য কোনো ধনসম্পদ নেই যে, আমাকে ঘরে বসিয়ে ভাত-কাপড় দেবে। তাই পঙ্গু হয়ে লোকলজ্জার ভয় না করে, মানুয়ের দুয়ারে দুয়ারে সাহায্যের আবেদন করে সারা দিনে যা পাই তা দিয়ে জীবনটা কোনো রকম রা করে আছি।