সংবাদদাতা ।।
এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিকলী থানা পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিকলী থানা ও এলকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে নয়টার সময় নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের মো: শুক্কুর আলীর মেয়ে সুবর্ণা আক্তার (১৫) প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমাতে যায়। এ সময় একই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে দুলাল (৫০) ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে সুবর্ণা আক্তারকে ধর্ষণের চেষ্টা চালায়। সুবর্ণার ডাক চিৎকারে তার মা মোকারম সরদারের ঘর হতে এসে ডাকচিৎকার শুরু করে। এলাকাবাসী এসে দুলাল ও আব্রাহাম (আরমান) (৪৫) নামে ২ জনকে হাতেনাতে আটক করে। নিকলী থানায় খবর দিলে থানা পুলিশ গভীর রাতে দুলাল ও আব্রাহামকে গ্রেফতার করে।
গতকাল বৃহস্পতিবার সকালে থানার এস,আই শহিদুল হক থানা হাজতে থাকা আব্রাহামকে সাংবাদিকদের সামনে একাধিকবার গালে থাপ্পর মারতে দেখা যায়। আব্রাহামের ছোট বোন জাহানারা বেগম অভিযোগ করে বলেন, আমার গ্রামের কুলির সর্দার মোকারম হোসেন আমার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার স্বামী ও ভাইদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে। পূর্বশত্র“তার জের ধরে পরিকল্পিতভাবে এই মেয়ের ঘটনার সাথে আমার ভাইকে জড়িয়ে দেয়া হয়েছে। মোকারম সর্দারের ছোট ভাই আনোয়ার হোসেন নিকলী থানায় খবর দিয়ে পুলিশ আনেন এবং এই পুলিশ দিয়ে অর্থের বিনিময়ে থানা হাজতে আমার ভাইকে মারধর করান। ওসি এ,কে,এম মাহবুব আলম বলেন, কোনো আসামিকে মারধর করা হয়নি। আসামীকে মারধরের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।