সৌদি আরব থেকে সুমন চৌধুরী ।।
শনিবার সন্ধ্যা ৬:৩২ মিনিটে আফিফের কিলো খামছা এলাকায় ফারুক মিয়া (৩৭) নামের এক বাংলাদেশী একটি কারের ধাক্কায় ছিটকে পড়েন। আহত ফারুক মিয়া মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পুটাইল গ্রামের গোলাম আলী মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মিয়া রাস্তায় কাজ করছিলেন। হটাৎ কারটি এসে তার কাজে ব্যবহৃত প্লাস্টিকের ট্রলিতে ধাক্কা দেয়। এতে ফারুক রাস্তায় পড়ে যায়। তার মাথায় ও বুকে আঘাত পায়, বুকের একটি হাড় ভেঙ্গে গেছে জানান চিকিৎসকরা। সেখানকার লোকজন সাথে সাথে এম্বুলেন্সকে খবর দিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনার খবর পেয়ে তখনই হাসপাতালে হাজির হন আফিফের সদ্য প্রস্তাবিত নিরাপদ সড়ক চাই কমিটির আহবায়ক মোঃ খায়রুল বাশার চৌধুরী, সহসভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হারেজ মিয়া, সদস্য ইসমাহিল ভুইয়া ও আহতের সহকর্মীরা। সকলে তার জন্য দোয়া চেয়েছেন, দ্রুত সুস্থতা কামনা করেছেন।