সংবাদদাতা ।।
উপজেলা সদরের ষাইটধার গ্রামের আগলাপাড়ায় এক গৃহবধূ প্রসব করেছেন বাঘের বাচ্চা! এ গুজব নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গৃহবধূ রিতা (১৭) সোমবার ১৯ অক্টোবর প্রসব করেন এক বিকলাঙ্গ শিশু। স্বামীর নাম মো: জমির (২২)। ভ্রূণ অপরিণত অবস্থায় ৭ মাস পার হতেই সন্তান ভূমিষ্ঠ হয়। কন্যা শিশুটির মাথা ছোট, চোখ দেখা যায় না, নাক কাটা ও ঠোঁট কাটা। এমন অস্বাভাবিক শিশু জন্ম হওয়ায় এলাকার মানুষজন বাঘে বাচ্চা, বানরের বাচ্চা, গলাকাটা মানুষ- এমন নানান কথা বলে বেড়াচ্ছেন।