সড়ক দুর্ঘটনায় এবি নূরজাহান স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

বিশেষ সংবাদদাতা ।।

নিকলী-কিশোরগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ (৫০)। শনিবার (৬ অক্টোবর ২০১৮) সকাল সাড়ে ৭টার দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নোয়াবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহ মোহাম্মদ আহসান উল্লাহ কিশোরগঞ্জ থেকে সিএনজি অটোরিকশাযোগে নিকলী যাওয়ার পথে নোয়াবাড়িয়া এলাকায় সিএনজি উল্টে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

এই সড়ক দুর্ঘটনায় নোভা নামে পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। নোভা ফুলবাড়িয়া এলাকার শরীফ মিয়ার মেয়ে।

নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক (অবসরপ্রাপ্ত) আবদুল জব্বারের মেয়ের জামাই। এছাড়াও তিনি করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মৃত মাওলানা শাহ মোহাম্মদ হামিদ উল্লাহর ছেলে এবং দৈনিক আজকালের খবর-এর সম্পাদকীয় সহকারী শাহ মুহাম্মদ মোশাহিদ এর চাচা। তাঁর ভাগ্নে আলমগীর কবির দৈনিক নয়াগিগন্ত’র সহ-সম্পাদক। তিনি দুই পুত্র সন্তানের জনক।

শাহ মোহাম্মদ আহসান উল্লাহ শিক্ষকতা ছাড়াও লেখালেখির সাথে জড়িত ছিলেন। গল্প, প্রবন্ধ ও কবিতাসহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে তার সমান বিচরণ ছিলো। অসম্ভব পড়ুয়া মানুষটি শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে নিবেদিত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, হার্ট ফাউন্ডেশনের একটি সভায় যোগ দিতে শুক্রবার (৫ অক্টোবর ২০১৮) তিনি নিকলীর কর্মস্থল থেকে কিশোরগঞ্জ শহরে গিয়েছিলেন। শহরের শোলাকিয়া এলাকার বাসায় রাত্রিযাপন শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর হৃদস্পন্দন থেমে যায়।

আজ সন্ধ্যার পর নিকলীতে প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তাঁর কর্মস্থল এ বি নূরজাহান স্কুল প্রাঙ্গনে। প্রথম জানাজায় উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুরের আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর লাশ সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জানাজা শেষে রাতেই দাফন করা হবে বলে জানা গেছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিকলীর কর্মস্থলসহ পুরো উপজেলায় এবং করিমগঞ্জের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ঢাকাস্থ নিকলী সমিতি, নিকলীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নিকলী উপজেলার প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম পরিবার গভীর শোক জানিয়েছে। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!