জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল ডিএলআরসি অফিসের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট ।।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)-এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ সকাল সাড়ে ৮টায় বরিশাল অফিসার্স ক্লাবের সামনে এসে উপস্থিত হন। এরপর সকলে হেঁটে শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) যান। অতঃপর সেখানে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রান্তকারীরা সপরিবারে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান।

Similar Posts

error: Content is protected !!